দুই শতাধিক থ্রি হুইলার আটক, জরিমানা

জাগরণ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০২:০৯ পিএম দুই শতাধিক থ্রি হুইলার আটক, জরিমানা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মাসড়কে অভিযান পরিচালনা করে দুই শতাধিক থ্রি হুইলার আটক করে ডাম্পিং করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ ও হাইওয়ের শিমরাইল ক্যাম্প পুলিশ। এসময় তিন চাকার এই যানগুলোকে ট্রাফিক আইনে মামলা দিয়ে ৫ লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (১৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল এলাকায় সকাল থেকে শুরু হয় এ অভিযান।

মহাসড়কে থ্রী হুইলার যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকার পরও পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন শাখা-প্রশাখা ও সংযোগ সড়কসহ মহাসড়কে থ্রী হুইলার চলাচল করে। নিষিদ্ধ  এই যন্ত্রদানবের কারণে মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা সংঘটিত হচ্ছে।

শিমরাইল, তারাব, মদনপুর, বিশ্বরোড ও সাইনবোর্ড এলাকায় ইজিবাইক, ব্যাটারি চালিত রিকশা, সিএনজি, নছিমন চলাচল শূণ্যের কোঠায় নামিয়ে আনার লক্ষে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান। 

তিনি বলেন, নিষিদ্ধ এই যন্ত্রদানব মহাসড়কে উঠলে আমরা আটক করে মামলা দিচ্ছি এবং ডাম্পিং করছি। এছাড়া ইউক্যাশের মাধ্যমে জরিমানা আদায় করছি, এটা অব্যাহত থাকবে।

জাগরণ/এমআর