এক মাসের ব্যবধারে রাজশাহীর বাজারে ২০ টাকা বেড়েছে চিনির দাম। এরপরও চিনি পাওয়া যাচ্ছে না বাজারে। ব্যবসায়ীরা বলছেন, মিলগুলোতে সরকারের বেধে দেয়া দামের চেয়েও বেশী দাম নেয়া হচ্ছে। তাই খুরচা বাজারে পড়েছে এর প্রভাব। সাহেব বাজারের পাইকারি আড়তগুলোতেও চিনি নেই।
পাইকাররা বলছেন, মিল থেকে চাহিদামত চিনি- সরবরাহ করা হচ্ছে না। এর মাঝে যেটুকু পাওয়া যাচ্ছে তাও কিনতে হচ্ছে- চড়া দামে। সেই দাম অনুযায়ী চিনি বিক্রি করতে গেলেই- জরিমানা করছে মোবাইল কোর্ট।
খুচরা ব্যবসায়ীরা জানান, সম্প্রতি খোলা চিনি ৭৪ ও প্যাকেটজাত চিনির দাম ৭৫ টাকা ঠিক করে দিয়েছে বাংলাদেশ- সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। বাজার ঘুরে দেখা গেছে- চিনির পাইকারি ৭৬ আর খুচরা দর- ৮০ টাকা। উপজেলা পর্যায়ে এই চিনির খুচরা মূল্য দাঁড়াচ্ছে- ৮৫ থেকে ৯০ টাকা পর্যন্ত।
এদিকে, রাজশাহী চিনি কল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে মিলে প্রায় ১৩ শত মেট্রিকটন চিনি মজুদ আছে। তবে তা বিভিন্ন বাহিনীর সদস্যদের রেশনের জন্য বরাদ্দ থাকায়- তারা বাজারে চাহিদা অনুযায়ী চিনি- সরবরাহ করতে পারছেন না।
জাগরণ/এমআর