বালু সরবরাহ করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০৭:৩৫ পিএম বালু সরবরাহ করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীর তীর রক্ষা (নদী শাসন) প্রকল্পে বালু সরবরাহকে কেন্দ্র করে দুই গ্রুপের হামলায় ছাবদেল হোসেন মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের বাঁধ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ছাবদেল হোসেন মন্ডল হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের মৃত কাজেম আলী মন্ডলের ছেলে।

এ ব্যাপারে হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, 'নদী শাসন প্রকল্পে বালু সরবরাহকে কেন্দ্র করে স্থানীয় সাব ঠিকাদার রাজু গ্রুপ এবং সাব ঠিকাদার আলম গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ছাবদেল মন্ডল মারামারি ঠেকাতে গেলে প্রথমে তার মাথায় ইঁটের খোয়া দিয়ে আঘাত করে রাজু গ্রুপের লোকজন। পরে তাকে ২০ ফুট উঁচু বাঁধ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এতে গুরুতর আহত ছাবদেল মন্ডলকে নিকটস্থ সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন'। 

হতাহতের ঘটনা স্বীকার করে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, 'বালু সরবরাহ করা নিয়ে দ্বন্দ্বে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে'।

জাগরণ/এমইউ