পরীক্ষা কেন্দ্রে স্মাটফোন ব্যবহার, চার শিক্ষককে অব্যাহতি

সিলেট প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ০৫:২৪ পিএম পরীক্ষা কেন্দ্রে স্মাটফোন ব্যবহার, চার শিক্ষককে অব্যাহতি

সিলেটের বিশ্বনাথে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নির্দেশনা না মেনে মোবাইল ফোন ব্যবহারের কারণে চার শিক্ষককে হল প্রত্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

উপজেলার দারুল উলুম কামিল মাদরাসা কেন্দ্রে তারা দায়িত্ব পালন করছিলেন। হল পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া শিক্ষকরা হলেন বিশ্বনাথ উপজেলার কামালবাজার আলিম মাদরাসার সহকারি শিক্ষক শাহ আলম, হযরত শাহ চান্দ শাহ কালু আলিম মাদরাসার সহকারি শিক্ষক হোসেন রজবী মুন্সী, আল ইরশাদ লতিফিয়া দাখিল মাদরাসার সহকারি শিক্ষক মিসবাহুল ইসলাম, বিশ্বনাথ কামিল মাদরাসার সহকারি গ্রন্থাগারিক রুহুল কুদ্দুস। 
 
বিশ্বনাথ উপজেলার ইউএনও সুমন চন্দ্র দাস বলেন, সরকারি নির্দেশনা না মেনে বিশ্বনাথ মাদরাসার পরীক্ষা কেন্দ্রে স্মাটফোন ব্যবহারের সময় তাদেরকে হাতেনাতে ধরা হয়। পরে তাদেরকে স্থায়ীভাবে হল পর্যবেক্ষকের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। অবশিষ্ট পরীক্ষাগুলোতেও তারা আর দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানান ইউএনও। 

জাগরণ/এমইউ