সংখ্যালঘুর বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ১১:৫৪ পিএম সংখ্যালঘুর বাড়িতে আগুন দেয়ার অভিযোগ
ছবি- জাগরণ

জেলার হাতীবান্ধা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সংখ্যালঘু এক সনাতন ধর্মালম্বীর ঘর ও খরের গাদায় আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে প্রতিবেশি নুর ইসলাম ও তার পুত্র জুয়েল মিয়াকে আটক করেছে পুলিশ।

বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে আটক পিতা পুত্রকে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। এর আগে গত মঙ্গলবার ওই পিতা পুত্রসহ ১৫জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্থ্য কৃষ্ণ কুমার রায়। গত সোমবার দুপুরে ওই উপজেলার পূর্ব কাদমা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই এলাকার গিরিজয় চন্দ্র বর্মনের পূত্র কৃষ্ণ কুমারের সাথে প্রতিবেশী আব্দুস ছাত্তারের পূত্র রফিকুল ইসলামের বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত ২৬ জানুয়ারি কৃষ্ণ কুমার ও রফিকুল ইসলামদের মধ্যে হাতাহাতি হয়। এতে ৩ জন আহত হয়।

একই ঘটনার জের ধরে গত ৩১ জানুয়ারি উভয় গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কৃষ্ণ কুমারের মা শোভা রানীসহ ৪ জন আহত হয়। কৃষ্ণ কুমারের অভিযোগ, ওই ঘটনার জেরে প্রতিবেশি রফিকুল ইসলাম তার খরের গাদা ও একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণ করলেও একটি ঘর ও খরের গাদা পুড়ে যায়।

পরে এ ঘটনায় কৃষ্ণ কুমার বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করলে ওই অভিযোগের ভিত্তিতে রফিকুল ইসলামের বড় ভাই নুর ইসলাম ও তার পুত্র জুয়েল মিয়াকে আটক করে গতকাল বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করে থানা পুলিশ।

এ বিষয়ে রফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে ২জন আসামিকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

এসকেএইচ//