চুরি করতে বাঁধা দেয়ায় সন্ত্রাসী হামলা, আহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৬:১৩ পিএম চুরি করতে বাঁধা দেয়ায় সন্ত্রাসী হামলা, আহত ৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরকে চুরি করতে বাঁধা দেয়ায় সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় বাবা-ছেলেসহ ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
জানা যায়, সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা সুলতানের মোড় এলাকায় মো: ফাহিম হোসেন শুভ'র বহুতল ভবনে দুই দিন আগে চুরির ঘটনা ঘটে। বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবারো চোরেরা চুরি করতে আসলে বাড়ির লোকজন টের পেয়ে চোরদের বাঁধা প্রদান করে। এসময় চোরেরা পালিয়ে গিয়ে তাদের লোকজনদের খবর দিলে ২০/২৫ জন এসে ঐ বাড়ির লোকজনের উপর সন্ত্রাসী হামলা চালায়। এতে মো: ফাহিম হোসেন শুভ, তার বাবা শওকত ওসমান, বড় ভাই ফয়সাল হোসেন ও ভাড়াটিয়া জিসান গুরুতর আহত হয়। পরে আহতরা হাসপাতালে চিকিৎসা নেয়।

আহত ফাহিম হোসেন শুভ বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হামলাকারী করিম বাদশাহ (৩১), দুলাল (৩৫), আশিক (১৮), জুনায়েদ (২৫), মন্টু (১৮), শুভ (১৮), আসিফ ইকবাল (৩২), সাগর (২৪), গাফ্ফার, সালাউদ্দিন সাল্লু (৩৩), লিটন (৩৮), রুহুল আমিন (৩৬),  শাহরিয়ার (২৫), সোহাগ (২৭), মেহেদী (২৮) সহ আজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 
ফাহিম হোসেন জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টায় অতর্কিত আমাদের বাসায় হামলা চালায়। বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাসায় হামলা করে স্বর্ণালংকার ও নগদ ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। আমরা প্রশাসনের এমন সন্ত্রাসী কার্যকলাপের সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) সৈয়দ আজিজুল হক জানান, দুই পক্ষই মারামারি করেছে। থানায় লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জাগরণ/আরকে