সেনবাগে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ সেরা

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ১২:৫৪ পিএম সেনবাগে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ সেরা

সেনবাগ প্রতিনিধি
নোয়াখালী সেনবাগের ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ফলাফলে এ বছর জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। ওই প্রতিষ্ঠানের মধ্যে লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজ পুরো উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। প্রতিষ্ঠানটি থেকে ২৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ২৬৩ জন উত্তীর্ন হয়। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭ জন। অন্যান্যর মধ্যে এ পেয়েছে ১৩৩ জন। এ- পেয়েছে ৮৪জন, বি- পেয়েছে ৫০ জন। ৩ জন শিক্ষার্থী অকৃকার্য হয়েছে । এখানে পাসের হার ৯৮.৮৬। 

অপর দিকে সেনবাগের সরকারি ডিগ্রি কলেজে থেকে ৫৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ৫৫৮ জন কৃতকার্য হয়। এদের মধ্যে ১৪ জন জিপিএ-৫ পেয়েছে। এখানে পাসের হার ৯৮.৭৬। 

এছাড়াও বালিয়াকান্দি সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ থেকে এবছর ২২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২০৯ জন পাস করেছে। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫ জন। অপরদিকে কানকিরহাট কলেজ থেকে ৩২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৯৯ জন পাস করেছেন এরমধ্যে জিপিএ-৫  পেয়েছে ১ জন। এছাড়াও ডমুরুয়া আকবর আলী কারিগরি কলেজ থেকে ৪৬ পরীক্ষার্থী অংশ গ্রহন করে সবাই পাস করেছে।

জাগরণ/আরকে