মিরসরাইয়ে গাছের মগডালে মেছোবাঘ

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ১২:৪০ পিএম মিরসরাইয়ে গাছের মগডালে মেছোবাঘ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে লোকালয় থেকে একটি মেছোবাঘ আটক করেছে স্থানীয় কয়েকজন যুবক। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগর বটতলা বাজারের পার্শ্ববর্তী বাগান থেকে মেছোবাঘটি আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় করেরহাট ফরেস্ট বিটে খবর দিলে বনকর্মকর্তারা এসে মেছোবাঘটি উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করেন।

জানা গেছে, সোমবার সকালে স্থানীয় শিশুরা খেলা করার সময় গাছের মগডালে মেছোবাঘটি দেখতে পায়। পরে তারা স্থানীয়দের খবর দিলে এলাকার কয়েকজন যুবক মেছোবাঘটিকে আটক করে করেরহাট ফরেস্ট বিট অফিসে খবর দেয়।

করেরহাট রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন এলাহী বলেন, সোমবার সকালে একটি মেছোবাঘ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করে। খবর পেয়ে বিকেলে অক্ষত অবস্থায় উদ্ধার করে ফরেস্ট বিটের গভীর জঙ্গলে অবমুক্ত করে দেয়া হয়।

তিনি আরও বলেন, এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) ছাগলনাইয়া উপজেলা থেকে উদ্ধার হওয়া একটি মেছোবাঘকে করেরহাট বিটের আওতাধীন গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়। ধারণা করা হচ্ছে খাবারের উদ্দেশ্যে মেছোবাঘগুলো জঙ্গল থেকে গ্রামের লোকালয়ে ছুটে আসছে।

জাগরণে/আরকে