নওগাঁয় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ১২:৩২ পিএম নওগাঁয় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী

আধুনিক মানের প্রাণিসম্পদের বিভিন্ন কর্মকান্ড সাধারন মানুষদের মাঝে ছড়িয়ে দিতে ও প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াছ তুহিন রেজা প্রমুখ।

দিনব্যাপী প্রদর্শনীতে উপজেলার ব্যক্তি পর্যায়ে গড়ে তোলা গবাদি পশুর খামারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৪০টি স্টল স্থাপন করা হয়। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের গবাদি পশু পালনে উদ্বুদ্ধ করেন।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এই প্রদর্শনীর আয়োজন করে।

জাগরণ/আরকে