ডিমলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর উদ্বোধন করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।
এ সময় ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, এ্যাসিল্যান্ড ইবনুল আবেদিন, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মো: সাইদুর রহমান, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার ও ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। একদিনের এই মেলায় বিভিন্ন প্রজাতির মোট ৩১টি প্রাণির ষ্টল স্থান পেয়েছে।
জাগরণ/আরকে