বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারি নিহত

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ১০:০৪ এএম বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারি নিহত

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় হারাধন চন্দ্র মন্ডল (৩২) নামের এক পথচারি নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাসাইল-টাঙ্গাইল সড়কের উপজেলার ছাপড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত হারাধন চন্দ্র বাসাইল পৌরসভার ভাটপাড়া এলাকার খিরত চন্দ্র মাস্টারের ছেলে। তিনি টাঙ্গাইল জজ কোর্টের অ্যাডভোকেট শিহাবুল আমিন ভূইয়ার সহকারী হিসেবে কাজ করতেন।

জানা যায়, বিকেলে হারাধন উপজেলার ছাপড়া ব্রিজ এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এসময় একটি বেপরোয়া দ্রুতগতির মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে টাঙ্গাইলে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

অ্যাডভোকেট শিহাবুল আমিন ভূইয়া এ তথ্যটি নিশ্চিত করে বলেন, হারাধন আমার সহকারী হিসেবে কাজ করে। আজও বিকেলে আদালতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় গাড়ি থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। পরে সড়ক পার হবার সময় একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জাগরণ/আরকে