শপথ শেষে ৩ ইউপি মেম্বার গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০৬:৩৬ পিএম শপথ শেষে ৩ ইউপি মেম্বার গ্রেপ্তার

মাগুরার শ্রীপুর উপজেলায় শপথ শেষে বের হতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপে নির্বাচিত তিন ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের বাইরে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আমলসার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফারুক হোসেন, শ্রীকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বি এম শিহাব বিশ্বাস ও শ্রীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান মণ্ডল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজাউ-উজ-জামান জানান, গ্রেপ্তারকৃত তিনজন ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে নির্বাচিত হয়েছিলেন। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের শপথ অনুষ্ঠান ছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবদেব রায় বলেন, গ্রেপ্তারকৃত তিন ইউপি সদস্যের নামে নির্বাচন পরবর্তী সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষসহ একাধিক মামলা রয়েছে। সবই নিয়মিত মামলা। তারা এতদিন পলাতক ছিলেন। শপথ নিতে আসার সংবাদ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ইউএম