চুয়াডাঙ্গায় প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২, ১২:৩৪ পিএম চুয়াডাঙ্গায় প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

একুশের প্রথম প্রহরে চুয়াডাঙ্গা সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ টা ১ মিনিটে প্রথম ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

এরপর পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, চুয়াডাঙ্গা জেলা বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু)’র পর পৌর পরিষদের পক্ষে পৌর মেয়র জাহাঙ্গীর আলম খোকন, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস ও নির্বাহী অফিসার, সিভিল সার্জন, সরকারি কলেজের অধ্যক্ষ, আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ। ফার্স্ট ক্যাপিটালের উপাচার্য ও পৌর ডিগ্রি কলেজ পুষ্পমাল্য অর্পণ করে। 

চুয়াডাঙ্গা প্রেসক্লাব, সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিট, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ, বাংলাদেশ রেডক্রিসেন্ট, চেম্বার অব কমার্স চুয়াডাঙ্গা, বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখা, নির্মাণ শ্রমিক ইউনিয়ন চুয়াডাঙ্গা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখাসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

জাগরণ/আরকে