গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী স্থানীয় বখাটেদের হাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯ টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, ঐ শিক্ষার্থী তার বন্ধুর সাথে গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। হেলিপ্যাডের সামনের রাস্তা থেকে তুলে নিয়ে হেলিপ্যাড সংলগ্ন নির্মাণাধীন গোপালগঞ্জ জেলা স্কুলের ভবনের ভিতর ৭-৮ জন সংঘবদ্ধ ধর্ষণ করে। এসময় ছাত্রীর সহপাঠীর উপরও চলে পাশবিক নির্যাতন।
এ ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে বশেমুরবিপ্রবি ক্যাম্পাস থেকে পায়ে হেটে গোপালগঞ্জ সদর থানায় সারারাত অবস্থান করে বিক্ষুপ্ত শিক্ষার্থীরা।
পরবর্তীতে ধর্ষকদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে ভোর সাড়ে ৬ টার দিকে গোপালগঞ্জের ঘোনাপাড়া ঢাকা-খুলনা মহাসড়কের অবরোধ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। অবরোধের প্রেক্ষিতে যান চলাচল বন্ধ রয়েছে।
গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানায়, বশেমুরবিপ্রবি ছাত্রী ধর্ষণের মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই স্থানীয় বখাটে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জাগরণ/আরকে