ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ২ অপহরণকারি আটক

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০১:১৩ পিএম ময়মনসিংহে র‌্যাবের অভিযানে ২ অপহরণকারি আটক

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই অপহরণকারিকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানায় র‌্যাব-১৪।

র‌্যাব জানান, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভিক্টিমের চাচা সোহরাব (৩৫), পিতা- মোশারফ হাওলাদার, র‌্যাব-১৪ বরাবর একটি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তি সহায়তায় জানতে পারে যে, উক্ত অপহরণকারীরা ভিকটিম মিলনকে শেরপুর সদর থানাধীন জঙ্গলদি গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছে। আভিযানিক দলটি বৃহস্পতিবার ভোরের দিকে অভিযান পরিচালনা করে অপহরণকারীদের বাড়িতে পৌঁছাইলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করে র‌্যাব।

আটকরা হল- আরিফুলইসলাম (২২), মো: মিলন মিয়া (২০) পিতা- জুলফিকার। এছাড়া আরেক অপহরণকারী সুকৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থল হইতে র‌্যাব-১৪ ভিকটিম মো: মিলনকে (১৭) পিতা- মো: জলিল উদ্ধার করে হেফাজতে নেয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারীরা স্বীকার করে যে, দুই লক্ষ টাকা পাওয়ার জন্য তারা অপহরণ করেছে। এই সমস্ত অপহরণকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে র‌্যাব-১৪ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

জাগরণ/আরকে