খুলনা রূপসা কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

খুলনা প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০২:০৪ পিএম খুলনা রূপসা কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

খুলনার রূপসা পাইকারি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩০টি আড়ৎঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো: রমজান আলী হাওলাদার।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান তিনি। 

রমজান আলী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের কর্মকর্তা শামসুর রহমান বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর টুটপাড়ার ৩টি ও বয়রার ১টি ইউনিটসহ মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রমজান আলী বলেন, কাঁচাবাজারের কমপক্ষে ৩০টি ও পাশের সুলতান শিকদারের বাড়ির ৫টি ঘর আগুনে পুড়ে গেছে। এতে অসহায় হয়ে পড়েছেন ফল ব্যবসায়ীরা। ধারনা করা হচ্ছে, কাঁচাবাজারের একটি ককশিটের গুদামে কেউ সিগারেট খেয়ে জ্বলন্ত সিগারেট ফেলে। এতে ককশিটে আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে।

জাগরণ/আরকে