বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশে শতকরা ৭৫ ভাগ লোক গ্রামে বাস করে। দেশে মোট দেশজ উৎপাদন তথা জিডিপিতে কৃষিখাতের অবদান ১৯.১% এবং কৃষিখাতের মাধ্যমে ৪৮.১% মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। আর এই কৃষিখাতকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত কাজ করে চলেছেন ।
প্রধানমন্ত্রী কৃষি ও কৃষক সমাজের উন্নয়নে, নতুন নতুন বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। গতকাল(শুক্রবার) বিকালে, ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারী পাড়া এলাকায়, ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত সভায়, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আবুল হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশিত পথে জনগনের কল্যাণে কাজ করার লক্ষ্যে নিয়ে, আমাদের রাজনীতি করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।
মোঃ আইজ উদ্দিনের সভাপতিত্বে ও বাবু শ্রী সুকুমার বর্মণ এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, শিকারীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলীমোর রহমান পেয়ারা, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা ডাঃ বাবুল মিয়া, নবাবগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি অ্যাডভোকেট জাহিদ হায়দার উজ্জল, সাধারন সম্পাদক( ভারপ্রাপ্ত) সাদের হোসেন বুলু, সমাজ সেবক আরিফুর রহমান, সহসভাপতি আবুল আরিফ হিটু, মাহবুব কিশোর, সাংগঠনিক সম্পাদক শেখ মেহেদী হাসান স্বপন, আগলা ইউনিয়ন কৃষক লীগ নেতা শেখ ফরিদ, মো. জুয়েল, জসিম প্রমূখ ।
ইউএম