সাজেকে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৯:৪০ এএম সাজেকে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

রাঙামাটির সাজেকে ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহতের নাম ধনমনি চাকমা (৩০)।

শুক্রবার (৪ মার্চ) সকাল ৯ টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের মাচালং আট মাইল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, সাজেক থেকে আসা সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয়।

তারা জানান, গত কিছু দিন যাবৎ প্রায়ই সাজেক সড়কে দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত এক সাপ্তাহে ছোট বড় ৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ জন পর্যটক আহত হয়।

সাজেক থানার ওসি নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ধনমনি চাকমা সাজকের ৬ নং ওয়ার্ডের ব্রীজ পাড়া এলাকার শান্তি রঞ্জন চাকমার ছেলে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনী ট্রাকটি আটক করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জাগরণ/আরকে