সিরাজদিখানে ইটভাটাকে জরিমানা

মুন্সিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৬, ২০২২, ০২:৩৬ পিএম সিরাজদিখানে ইটভাটাকে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আইন অমান্য করে ইট তৈরির দায়ে মেসার্স নূর হোসেন ব্রিকস নামের ১ ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা ও অনুমতি ব্যতীত কৃষিজমি হতে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করায় ইট ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ মার্চ) বিকালে উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর কুতুবে আলম সিদ্দিক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূর কুতুবে আলম সিদ্দিক শনিবার রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর এলাকার মেসার্স নূর হোসেন ব্রিকসের মালিক সুরুজ্জামানকে (৪৫) এক লাখ টাকা জরিমানা এবং জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত কৃষিজমি হতে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুত করায় ইটভাটার সকল ইট ভেঙে দেয়া হয়েছে।

এসম তার সাথে উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানার এসআই মজিবুর রহমান ও ফায়ার সার্ভিস।

জাগরণ/আরকে