নাটোরে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার অধ্যক্ষ হজরত আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রাতে নাটোরের লালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছেন, বড়াইগ্রামের দাসগ্রাম ফাজিল মাদরাসার অধ্যক্ষ গত ১৮ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে উপবৃত্তির কাগজপত্র সংশোধনের জন্য ডেকে পাঠায়। ওই ছাত্রী এলে ফাঁকা মাদরাসায় অধ্যক্ষ নিজ অফিসে ডেকে আনে। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন।
এ বিষয়ে থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি অভিযানে নামে র্যাব। গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর এলাকা থেকে অভিযুক্ত অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়।
ইউএম