পিরোজপুরে পারিবারিক কলহ এবং জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দেবরের হামলায় মুন্নি বেগম (৪২) নামের এক গৃহবধু গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) বিকালে পৌর শহরের ২ নং ওয়ার্ডের কুমারখালী শেখবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুন্নি বেগম স্থানীয় হারুন শেখের পুত্র মৃত কাওছার শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে যানা গেছে, মুন্নি বেগমের স্বামী কাওছার শেখ ২০১৯ সালে প্রবাসে চাকরীরত অবস্থায় মারা যাওয়ার পর তার শ্বশুর হারুন শেখ চক্রান্ত করে জোর পুর্বক মুন্নি বেগমের তিন সন্তানসহ ভিটা ছাড়া করে। মুন্নি বেগম বসতভিটা ফেরত পাওয়ার আশায় বারবার শ্বশুরের দারস্থ হয়ে কোন প্রতিকার না পাওয়ায় ১ মার্চ পিরোজপুর নির্বাহী ম্যাজিট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। এতে শশুর হারুন শেখ এবং তার ছেলে মুনান শেখ, কবির শেখ গংরা ক্ষিপ্ত হয়ে শুক্রবার বিকালে সংবদ্ধ হয়ে মুন্নি বেগমের উপর হামলা চালায়। এক পর্যায়ে মুনান শেখ ধারাল অস্র দিয়ে তার মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পরে। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর মুন্নি বেগমের মাথার জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জ ম মাসুদুজ্জামান বলেন, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জাগরণ/আরকে