লক্ষ্মীপুরে সয়াবিন তেল মজুত রাখায় জরিমানা 

লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০২:০১ পিএম লক্ষ্মীপুরে সয়াবিন তেল মজুত রাখায় জরিমানা 

লক্ষ্মীপুরে সয়াবিন তেল মজুত রাখায় এক দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার (১২ মার্চ) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। 

উপজেলা প্রশাসন জানায়, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সংবাদের ভিত্তিতে শহরের গোডাউন রোড এলাকায় অভিযান চালিয়ে নিউ আল-আমিন স্টোরের গোডাউনে ৬০ ড্রাম সয়াবিন তেল মজুতের সত্যতা পাওয়া যায়। অবৈধভাবে তেল মজুতের অপরাধে দোকান মালিক আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাই। দোকানি অতিরিক্ত তেল মজুত করে রেখেছিলেন। বাজার নিয়ন্ত্রণে রাখতে আমাদের এ অভিযান চলমান থাকবে। 

জাগরণ/আরকে