সুন্দরবন রিসোর্ট থেকে কুমির উদ্ধার 

বাগেরহাট (মোংলা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৩, ২০২২, ০২:২৮ পিএম সুন্দরবন রিসোর্ট থেকে কুমির উদ্ধার 

সুন্দরবন রিসোর্ট নামের একটি পার্ক থেকে ২টি কুমির উদ্ধার করেছে বন বিভাগ। 

শনিবার(১২ মার্চ) কুমির ২টিকে সুন্দরবনের পর্যটন স্পট করমজলে এনে রাখা হয়েছে। তবে উদ্ধার হওয়া কুমির কি করা হবে সেই সিদ্ধান্ত গ্রহন করেনি বনবিভাগ। 

সুন্দরবনের পর্যটন স্পট ও কুমির প্রজনন কেন্দ্র করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের বারাকপুরে অবস্থিত সুন্দরবন রিসোর্টে অভিযান চালিয়ে দুটি কুমির উদ্ধার করা হয়েছে। কুমিরগুলো পালনের জন্য তাদের কোনো অনুমতি ছিল না। 

তিনি আরো জানান, কুমির ২টিকে সুন্দরবনের পর্যটন স্পট করমজলে রাখা হয়েছে। তবে উদ্ধার হওয়া কুমির কি করা হবে সেই সিদ্ধান্ত উদ্ধতন কর্মকর্তার অনুমিত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাগরণ/আরকে