ছুরিকাহত শিক্ষার্থীকে রাবি প্রশাসনের অনুদান  

রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০১:২৮ পিএম ছুরিকাহত শিক্ষার্থীকে রাবি প্রশাসনের অনুদান  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছুরিকাহত শিক্ষার্থী সাফকাত নায়েম নাফীর চিকিৎসা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৩ মার্চ) বিকেলে উপাচার্য ভবন লাউঞ্জে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এম মজিবুর রহমানের নিকট চেক হস্তান্তর করেন এবং নায়েমের আশু সুস্থতা কামনা করেন তিনি।

চেক হস্তান্তরকালে অন্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ও ড. মনিরা জান্নাতুল কোবরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বুধবার রাত প্রায় ১২টায় রাবি ক্যাম্পাস সংলগ্ন আমজাদের মোড় এলাকায় এনআর ছাত্রাবাসে দুর্বৃত্তদের দ্বারা সাফকাত নায়েম নাফী ছুরিকাহত হয়। সে পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী, বর্তমানে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে।

জাগরণ/আরকে