মোংলার লোকালয় থেকে হরিণ উদ্ধার

বাগেরহাট (মোংলা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৩:৪৯ পিএম মোংলার লোকালয় থেকে হরিণ উদ্ধার

মোংলা বন্দরের লোকালয় থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। 

মঙ্গলবার (১৫ মার্চ) সকালে মোংলা ইপিজেড এলাকা থেকে হরিণটিকে উদ্ধার করা হয়।

সকাল ১০ টার দিকে মোংলা ইপজেড এলাকায় চিত্রা হরিণটি দেখতে পান কয়েকজন স্থানিয়রা। এ সময় তারা হরিণটিকে তাড়া করে আটক করে। পরে করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের একটি টিম এসে উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে যায়।

করমজল বন্য প্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হাওলাদার আজাদ কবির জানান, লোকালয় থেকে উদ্ধার হওয়া হরিণটি দীর্ঘ ৮/৯ মাস আগে সুন্দরবন থেকে লোকালয় চলে আসে। অনেক চেষ্টা করে তাকে ধরা সম্ভব হয়নি। মঙ্গলবার স্থানীয়দের সহায়তায় হরিণটিকে উদ্ধার করতে সক্ষম হই। হরিণটিকে ট্রলারে করে করমজল বন্য প্রানী প্রজনন কেন্দ্র নেয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

জাগরণ/আরকে