চিলমারী প্রতিনিধি
কুড়িগ্রাম চিলমারীতে এবিএম একরাম উদ্দিন নামে এক মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন আসবাবসহ গাছ চুরির মামলা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা দাতা সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান এ মামলা দায়ের করেন। মামলা অধ্যক্ষের ছেলে মাহফুজুর রহমানকেও আসামি করা হয়।
মামলা সুত্রে জানা যায়, চিলমারী সিনিয়ির আলিম মাদ্রাসার অধ্যক্ষ এবিএম একরাম উদ্দিন নিলাম ছাড়াই মাদ্রাসার মূলভবনের ৩৩০টি টিন, ৬৫টি মটকা, ৯৫৭ কেজি লোহার এঙ্গেল, ৪৩২ কেজি লোহার রড, লোহার এঙ্গেল ও প্লেনসিড দিয়ে তৈরী ৮টি দরজা এবং ২৪টি জানালা, ৪৫ হাজার ইটসহ মোট সাড়ে ছয় লক্ষ টাকার সামগ্রী বিক্রি করেন। এমনকি মাদ্রাসার ১ লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির নয়টি গাছও গোপনে বিক্রি করে।
মামলা সূত্রে আরো জানা যায়, অধ্যক্ষ একরাম উদ্দিন ২০০১ সালে প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকেই তিনি নিজ ক্ষমতাবলে তার ছেলে মাহফুজার রহমানকে অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেন। এরপর থেকেই প্রতিষ্ঠানটিতে পিতা-পুত্র দুজনে মিলে অনিয়মের আখড়ায় পরিণত করেন।
এদিকে মদ্রাসার অধ্যক্ষ কর্তৃক গোপনে বিক্রি করা গাছগুলো উপজেলা সদরের থানাহাটের জনৈক ব্যক্তির স’মিলে থাকলেও আজ অবধি উদ্ধারে কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
এ ব্যাপারে অভিযুক্ত অধ্যক্ষ এবিএম একরাম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা হয়েছে।
জাগরণ/আরকে