বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং পবিত্র শব-ই-বরাত উপলক্ষ্যে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে তিন দিন বন্ধ থাকবে আমদানী-রপ্তানী কার্যক্রম।
বুধবার (১৬ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন।
তিনি জানান, বৃহস্পতিবার (১৭ মার্চ ) থেকে ১৯ মার্চ পর্যন্ত মোট তিন দিন এই বন্দর দিয়ে সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে একদিন সাপ্তাহিক (শুক্রবার) ছুটি, একদিন বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং আরেকদিন পবিত্র শব-ই-বরাতকে কেন্দ্র করে।
বন্ধ শেষে রবিবার (২০ মার্চ) সকাল থেকে বন্দরের কার্যক্রম পুণরায় চালু হবে বলেও জানান তিনি।
জাগরণ/আরকে