ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ১২:৫০ পিএম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ

রাজবাড়ী সদর উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে। 

বুধবার বিকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, জেলা মৎস্য অফিসার মশিউর রহমান, সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা, ভাইস-চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল ও আলেয়া বেগমসহ অন্যান্যরা।

এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২০ জন শিক্ষার্থীকে ২ হাজার ৪ শত টাকা করে, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত দশ জনকে ৬ হাজার টাকা করে এবং ১০ জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়।

জাগরণ/আরকে