কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার দুই শিক্ষার্থী গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার ( ১৫ মার্চ) কচাকাটা থানায় সাধারণ ডায়রী করা হলেও দুই শিক্ষার্থীর কোন খোঁজ এখনো মেলেনি।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- ওই ইউনিয়নের কাইয়ের চরের জান্নাত আলীর ছেলে নাঈম (১৪) ও একই উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বালারহাট গ্রামের রাকিবুল ইসলাম (১১)।
ধারণা করা হচ্ছে ওই দুই শিক্ষার্থী রাত জেগে মোবাইল ফোন ব্যবহার করায় তাদের বিচারের আওতায় আনা হয় এবং তাদের অভিভাবকদের মাদ্রাসায় ডেকে আনার জন্য সিদ্ধান্ত হয়। বিচারে কঠিন নির্যাতন হতে পারে এই ভয়ে তারা আত্মগোপন করে থাকতে পারে।
মাদারগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মো. ইয়াকুব আলী জানান, রবিবার (১৩ মার্চ) সকাল ১১ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ ওই দুই শিক্ষার্থীকে খুঁজে পাচ্ছিল না। প্রতিদিন ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের তালিম দেয়া হয়। এরপর শিক্ষক ও শিক্ষার্থীরা খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নেন। প্রতিদিনের মতো নাইম ও রাকিব রুটিন মোতাবেক বিশ্রাম নিতে যায়। এরপর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছিল না।
তিনি আরো জানান, পরে খোঁজ নিয়ে দেখা গেছে ওই দুই শিক্ষার্থী যাওয়ার সময় কিছু কাপড় ও আংশিক বোডিংপত্র নিয়ে উধাও হয়। নাঈম ৫ বছর ধরে এবং রাকিবুল ২ বছর ধরে এই প্রতিষ্ঠানে রয়েছে। বিষয়টি তাদের অভিভাবকদের জানানো হলে তারা মঙ্গলবার নাগেশ্বরীর কচাকাটা থানায় অভিযোগ দায়ের করে।
নাঈমের অভিভাবক চাচা সাহাবুল ইসলাম জানান, শিক্ষকগণসহ আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাইনি। পরিবারের সদস্যরা খুবই দুশ্চিন্তায় রয়েছে। বিষয়টি পুলিশকেও অবগত করা হয়েছে।
এবিষয় কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, দুই মাদ্রাসা শিক্ষার্থীর নিখোঁজের ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। তাদের সন্ধানে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা অব্যাহত রেখেছে।
জাগরণ/আরকে