ভালুকায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০২:২৩ পিএম ভালুকায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

ভালুকা প্রতিনিধি 
ভালুকা উপজেলার কাঠালী গ্রামে একটি সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১৯ মার্চ) সকালে ওই গ্রামের হাসমত খানের বাড়ি হতে খান বাড়ি জামে মসজিদ পর্যন্ত কাঁচা সড়কটি এইচবিবি করণ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। 

এ সময় উপস্থিত ছিলেন- ভালুকা ইউপি চেয়ারম্যান শিহাব আমিন খান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, অ্যাডভোকেট আজিজুল হক ও ইউপি সদস্য হুমায়ূন কবীরসহ অনেকে। সড়কটি উপজেলা পরিষদ অর্থায়ন করছে। 

জাগরণ/আরকে