লক্ষ্মীপুরে এতিম শিক্ষার্থীরা পেলো স্কুল ড্রেস

লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৩:১৬ পিএম লক্ষ্মীপুরে এতিম শিক্ষার্থীরা পেলো স্কুল ড্রেস

লক্ষ্মীপুর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও পিতৃ-মাতৃহীন ৩৭ শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ মার্চ) দুপুরে বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। 

বিদ্যালয় পরিচালনা কিমিটির সভাপতি লক্ষ্মীপুর জজ কোর্টের সরকারি কৌঁশুলী (পিপি) জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গফুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মতিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তালেব। 

এসময় আরো উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. মেহদী হোসাইন মাসুম মোল্লা, পরিচালনা কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন, মো. ইব্রাহীম খলিল সোহাগ, লিটন চন্দ্র মজুমদার। 

এসময় বক্তারা বলেন, আপনার সন্তানকে শিক্ষিত করে তুলতে হলে আপনাকে শিক্ষিত হতে হবে। তবেই আপনার সন্তান শিক্ষিত হতে পারবে। একজন শিক্ষার্থীকে স্বশিক্ষায় শিক্ষিত করতে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। তাই যে পরিবারের সদস্যরা শিক্ষিত সেই পরিবারের সন্তানরাও শিক্ষিত হবে। 

অভিভাবক সমাবেশ শেষে আমন্ত্রিত অতিথি, পিতৃ-মাতৃহীন শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

জাগরণ/আরকে