ভালুকায় ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০১:২২ পিএম ভালুকায় ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

ভালুকা প্রতিনিধি 
ময়মনসিংহ ভালুকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছে। 

রবিবার (২০ মার্চ) ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ছাত্রদের দুই গ্রুপ ওই স্থানে সংঘর্ষ বাধে। এতে সেজান, আসিফ, ইমন ও অয়নসহ অন্তত ৫ জন মারাত্মক আহত হয়। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশঙ্কাজনক অবস্থায় সেজানকে ময়মনসিংহ সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় ও অন্যান্য স্কুল-কলেজের ছাত্র। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ছাত্রদের দুই গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। পূর্বেও ওই দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়েছে।  

ঘটনা জানতে হাসপাতালের জরুরী বিভাগে ও ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মোবাইল নম্বরে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

জাগরণ/আরকে