নরসিংদী শহরের বিলাসদী এলাকায় আগুনে পুড়ে গেছে বসতঘর ও এক দোকান। আর এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনছারী জানান, রোববার (২০ মার্চ) রাত ১০টা ৩৫ মিনিটে বিলাসদী এলাকায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আনে। সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনতে প্রায় ১ ঘন্টা সময় লেগেছে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নবী হোসেনের উদ্ধৃতি দিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার সাথে সাথে চারদিকে চড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
আগুনে টিনের তৈরী বাড়ির ৪ রুম ও পাশের চা স্টল ভষ্মিভূত হয়েছে বলে জানান তিনি।
জাগরণ/আরকে