ভালুকা প্রতিনিধি
ভালুকা উপজেলায় ৩১ জানুয়ারি ৬ষ্ঠ ধাপে এগারোটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৫নং বিরুনীয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রার্থীদের মাঝে হুমায়ূন কবির মোরগ প্রতীক ও মোখলেছুর রহমান ফুটবল প্রতীক নিয়ে দুজনেই ৪১২ ভোট পেয়ে ফলফল সমতা করেন।
ইতোমধ্যে ইউপি নির্বাচনের পর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদেরকে জেলা প্রশাসক এবং সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদেরকে উপজেলা নির্বাহী অফিসার শপদ বাক্য পাঠ করিয়ে পরিষদের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে বুঝিয়ে দেওয়া হয়।
অমিমাংসিত সাধারণ সদস্য পদে সোমবার (২১ মার্চ) পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে কাঁইচান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতিও কিছুটা বাড়তে থাকে।
অমিমাংসিত কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬১৪ জন। কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যাই বেশি। ইভিএমে ভোট নেওয়া হচ্ছে। ফিঙ্গারিং সমস্যার কারণে ভোট গ্রহণে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে।
এ ছাড়া পুলিশ ও আনসার কর্মীরা কেন্দ্র পাহারায় সতর্ক অবস্থানে রয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার সহকারী শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে গ্রহণ চলছে। তবে রোদের কারণে এখন ভোটার উপস্থিতি কম। দুপুরের পর ভোটার সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।
জাগরণ/আরকে