তিতাসে প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০২:৫৬ পিএম তিতাসে প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

তিতাস প্রতিনিধি 
কুমিল্লার তিতাসে করোনা পরবর্তী সময়ে প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসক মো. কামরুল হাসানের মতবিনিময় সভা সোমবার (২১ মার্চ) উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি কেএম আবু নওশাদ। 

এতে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শরিফ মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন। 

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সামছুল হক সরকার, মজিবুর রহমান, সাইফুল আলম মুরাদ, মো. বাবুল আহমেদ, আরিফুজ্জামান খোকা, হাজী আলী আশরাফ, জাহাঙ্গীর আলম সরকার প্রমূখ। 

জাগরণ/আরকে