উখিয়ায় সিএনজি ডাম্পার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ১২:০৯ পিএম উখিয়ায় সিএনজি ডাম্পার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারের উখিয়া উপজেলার মহাসড়কের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিকশা ও মিনিট্রাকের (ডাম্পার) মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

মঙ্গলবার (২২ মার্চ) রাত আনুমানিক পৌনে ১১ টার দিকে কক্সবাজার-টেকনাফ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড জুম্মাপাড়া গ্রামের বাবুলের ছেলে মোহাম্মদ আমিন, রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড সিকদারবিল গ্রামের নুর আলমের ছেলে জিহান, রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হাঙ্গরঘোনা গ্রামের ছৈয়দ আলমের ছেলে নুরুল ইসলাম ও অপরজন সনাতন শর্মা বলে জানা গেছে। অন্যান্য আহতদের পরিচয় পাওয়া যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ শেফায়েতুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনায় পতিত সিএনজি কক্সবাজারের দিকে যাচ্ছিলো। অন্যদিকে মিনিট্রাকটি টেকনাফমুখী ছিলো।

প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি দ্রুত গতিতে এগিয়ে আসছিল অপরপ্রান্তের সিএনজিটি রাস্তা ঢালু হওয়ার কারণে এবং অন্ধকার থাকায় ট্রাকের মুখোমুখি পড়ে যায়। তাদের আশংকাজনক অবস্থায় নিকটস্থ এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

জাগরণ/আরকে