সোনাগাজীতে সন্ত্রাসী হামলায় ৫ আনসার আহত

সোনাগাজী(ফেনী) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৩:৩৮ পিএম সোনাগাজীতে সন্ত্রাসী হামলায় ৫ আনসার আহত

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রনাধীন সরকারি খাস ভূমি থেকে মাটি লুটে বাঁধা দেওয়াতে সন্ত্রাসীরা সোনাগাজীর মুহুরী প্রজেক্ট আনসার ক্যাম্পের ৫ সদস্যকে পিটিয়ে আহত করেছে। 

শনিবার (২৬ মার্চ) বিকালে মুহুরী প্রজেক্ট সংলগ্ন জোরারগঞ্জ অভিমুখি বেড়িবাঁধে ঘটনাটি ঘটে। হামলার খবর পেয়ে ক্যাম্পে অবস্থানরত আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। 

আহত আনসার সদস্যরা হলেন- মোহাম্মদ দুলাল, আবুল হাসেম, মোহাম্মদ ইলিয়াস, আব্দুর রশিদ ও কার্তিক দাস।

মুহুরী প্রজেক্ট আনসার ক্যাম্পের ইনচার্জ আবুল হাসান বলেন, গত কয়েকদিন ধরে জোরারগঞ্জ থানার ওসমানপুর গ্রামের ফরহাদ হোসেন, মোবারক হোসেন, আনোয়ার হোসেন ও সাইফুল ইসলামের নেতৃত্বে একাধিক সন্ত্রাসী বেড়িবাঁধের পাশে সরকারি খাস জমি থেকে রাতের আধারে স্কেভেটর মেশিন দিয়ে মাটি কেটে ট্রাকে ভরে লুট করতে থাকে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাটি ফেনী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহিত করি। এদিন বিকালে পুনরায় মাটি কাটছে এমন খবর পেয়ে আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের বাঁধা প্রদান করেন। মাটি কাটতে বাঁধা দেওয়াতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত আনসার সদস্যদের বাজে ভাষায় গালমন্দ করে কিল ঘুষি মেরে আহত করেন।

আনসার সদস্যদের উপর হামলার একটি ভিডিও প্রতিবেদকের কাছে রয়েছে। ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে দশ বারো জন যুবক আনসার সদস্যদের দিকে গালমন্দ করতে করতে তেড়ে যাচ্ছেন। তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে কয়েকজন যুবক আনসার সদস্যদের এলোপাথারি কিল ঘুষি মারতে থাকেন।

হামলায় অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের কারো বক্তব্য জানা যায়নি।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী নুর নবী বলেন, হামলার খবরটি আনসার সদস্যরা আমাদের জানালে আমরা জোরারগঞ্জ থানাকে অবহিত করলে এসআই জসিম উদ্দিন ঘটনাস্থলে যায়। এ ঘটনায় রবিবার (২৭ মার্চ) দুপুরে উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মানিক বাদী হয়ে জোরারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

জোরারগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন বলেন, আনসার সদস্যদের উপর হামলার অভিযোগে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

জাগরণ/আরকে