কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ফেনসিডিল ও চোলাই মদসহ ৩ মাদক কারবাররি গ্রেফতার হয়েছে।
শনিবার (২৬মার্চ) ও রবিবার কুষ্টিয়া শহরের আব্দুল আজিজ সড়ক এবং সদর থানার দোস্তপাড়া গ্রামে পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায়, কুষ্টিয়া র্যাব ক্যাম্পের একটি দল ঐদিন কুষ্টিয়া শহরের আব্দুল আজিজ সড়ক এবং সদর থানার দোস্তপাড়া গ্রামে পৃথক দুইটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ বোতল ফেনসিডিল এবং ২০ লিটার চোলাই মদ উদ্ধার হয়।
সদর থানার দোস্তপাড়া গ্রামের মানিক আবুল কালামের ছেলে মোঃ শাহ আলম (৩২)এবং জুগিয়া দরগাহপাড়া গ্রামের মৃত গহর আলীর ছেলে মোঃ হাসান আলী (৩৭) এবং একই গ্রামের মোঃ মাহতাব উদ্দিনের ছেলে মোঃ মাসুদ রানা (৪৭)কে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফকৃতদের সদর থানায় সোপর্দ করে মাদক আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাব।
জাগরণ/আরকে