আমদানি রপ্তানী বন্ধ

বেনাপোল বন্দরে বোমা হামলায় ২০ শ্রমিক আহত

যশোর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৪:৫২ পিএম বেনাপোল বন্দরে বোমা হামলায় ২০ শ্রমিক আহত

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দর দখল নিতে বহিরাগত দুর্বৃত্তদের বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন পথচারীসহ বন্দরের ২০ শ্রমিক। ফলে বন্দর দিয়ে দুদেশের মধ্যে বন্ধ হয়ে গেছে আমদানি রপ্তানীসহ পন্য খালাশ প্রক্রিয়া। 

সোমবার (২৮ মার্চ) সকালে কোন কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্ত বন্দরের হ্যান্ডলিং কার্যক্রম দখলে নিতে শ্রমিক সংগঠনের অফিসের সামনে বোমা হামলা শুরু করে। বোমার আতংকে বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। কর্মরত শ্রমিকরা প্রাণ বাঁচাতে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। এক পর্যায়ে বন্দরে সব ধরনের মালামাল ওঠা নামাসহ পন্য খালাশ কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

সকাল থেকে এ পর্যন্ত অর্ধ শতাধিক বোমা বিস্ফোরন ঘটে। গুরুতর আহত ইমরান হোসেনকে আশংকাজনক অবস্থায় স্থানীয় হামপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরে বন্দরে হ্যান্ডলিং শ্রমিকের ঠিকাদারি কাজ দখল নিতে দুটি গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। 

বন্দর হ্যান্ডলিং শ্রমিক ঠিকাদার অহিদুজ্জামান অহিদ জানান, সকালে প্রতিদিনের ন্যায় শ্রমিকরা কাজে যোগদান করেন। কোন কিছু বোঝার আগেই বহিরাগত একদল শ্রমিক বন্দরের সামনে অর্ধ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়, ফলে বন্দরে সব ধরনের কাজ কর্ম বন্ধ হয়ে যায়।  রাশেদ বাহিনীর লোকজন বন্দরে এধরনের বোমা হামলা করেছে। 

নাভারন পুলিশের ‘ক’ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, বোমা হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তদন্তে জানা গেছে রাশেদ কাউন্সিলর এর নেতৃত্বে বন্দরে বোমা হামলা করা হয়েছে। আমারা ৩ জনকে আটক করেছি। 

জাগরণ/আরকে