কুড়িগ্রাম পাচারকালে জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ০১:২৫ পিএম কুড়িগ্রাম পাচারকালে জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট জব্দ

কুড়িগ্রামের নাগেশ্বরীর উপজেলার সীমান্তবর্তী কচাকাটা থানার মাদারগঞ্জে নৌপথ দিয়ে ভারতে পাচারের সময় সরকারি জন্মনিয়ন্ত্রণ সুখি ট্যাবলেট ও ডিঙ্গি নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ট্যাবলেটের মূল্য প্রায় ১১ লাখ ৫২ হাজার ৭২০ টাকা এবং নৌকা ২০ হাজার টাকা।

বুধবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে গঙ্গাধর নদী পথে পাচারকালে এগুলো আটক করা হয়।

কুড়িগ্রাম-২২ব্যাটালিয়নের মাদারগঞ্জ বিওপি ক্যাম্প কমান্ডার মিজানুর রহমান বলেন, কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর সীমানা ১০২৫/৫এস আন্তর্জাতিক পিলারের ১০০গজ বাংলাদেশের অভ্যন্তরে ১৯ হাজার ২২১ সরকারি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট ও একটি ছোট নৌকা আটক করে বিজিবির টহলকারী দল। 

এসময় তারা বিজিবি'র উপস্থিতি টের পেয়ে নদী সাতরিয়ে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কুড়িগ্রাম-২২বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মুত্তাকিম সরকারি জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট আটকের সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য চলতি মাসের ৯ মার্চ মাদারগঞ্জ বিওপি'র অধিন জালিয়ার চর ১০৩৩ সীমান্তে নদী পথে ভারতে পাচারের সময় প্রায় ৯৯ হাজার ৯শ পাতা সরকারি জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট ও ৪শ লিটার ডিজেল আটক করে মাদারগঞ্জ বিওপির বিজিবি সদস্যরা।

জাগরণ/আরকে