দুমকি প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (৩১ মার্চ ) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলে এ অনশন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে দুপুর পর্যন্ত দুমকি উপজেলা বিএনপি কার্যালয়ে অনশনে বসে দুমকি উপজেলা বিএনপি।
এতে অংশ নেয় দুমকি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: সাইফুল আলম মৃধা, যুগ্ম আহবায়ক মো: তরিকুল ইসলাম তারেক, যুগ্ম আহবায়ক মো: জাহিদুল হক হাওলাদার, দুমকি উপজেলা যুবদলের আহবায়ক মো: জসিম হাওলাদারসহ শতাধিক নেতাকর্মীরা।
জাগরণ/আরকে