ডুমুরিয়ায় ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

খুলনা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ০১:৩৮ পিএম ডুমুরিয়ায় ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

খুলনার ডুমুরিয় উপজেলার ধামালি ইউনিয়নের এস কে বাকের ও সরদার বাসার উজ্জামান নামের দুই চাচার অমানবিক অত্যাচার, জীবননাশের হুমকি ও ষড়যন্ত্রের শিকার বাবার জীবনের নিরাপত্তা ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ষড়যন্ত্রের শিকার সরদার মাশরুক হাসানের মেয়ে ড. তাজিয়া সরদার। 

খুলনার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নে জমিদারবাড়ির পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ধামালিয় জমিদার বাড়ির দ্বিতীয় সন্তান সরদার মাসরুক হাসান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

লিখিত বক্তব্যে ড. তাজিয়া সরদার দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের নিকট তার অসুস্থ বৃদ্ধ পিতার বিরুদ্ধে মিথ্যা মামলা দুর্বিষহ অত্যাচার, জীবননাশের হুমকি, সন্ত্রাসীদের দিয়ে জোর করে খামার দখল ও বাড়ি থেকে বের করে দেয়ার বিচার ও জীবনের নিরাপত্তা চান। 

সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে প্রশাসনের কাছে সঠিক বিচার প্রত্যাশা করেছেন।

জাগরণ/আরকে