রংপুরে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
শনিবার (২ এপ্রিল) সকালে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতয়ালী থানার শাপলা চত্ত্বর এলাকায় চেকপোষ্ট স্থাপন করে ১টি মোটরসাইকেল তল্লাশী করে।
এসময় বিশেষ কায়দায় রক্ষিত মোটরসাইকেলের এয়ার ক্লিনার বক্সের ভিতর অবৈধ মাদকদ্রব্য ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব ১৩।
এ ঘটনায় রাজশাহী চাপাইনবাগঞ্জের মো: আনোয়ার হোসেন (৪৮) এবং মো: সাদিউর হক (৪৫) নামে দুইজনকে আটক করে তারা। পরে মাদক পরিবহনের জন্য ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করে রংপুর র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিরাদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
তাদের বিরুদ্ধে রংপুর মহানগরীর কোতয়ালী থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং সংশ্লিষ্ট থানায় গ্রেফতারকৃতদের হস্তান্তর করা হয়েছে।
জাগরণ/আরকে