গাংনীতে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩, ২০২২, ০২:৪১ পিএম গাংনীতে ফেনসিডিলসহ ২ মাদক কারবারি আটক

মেহেরপুরের গাংনীতে ২শ ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় ধস্তাধস্তিতে পুলিশের এএস আই শরিফুল ইসলাম আহত হয়েছে। 

রবিবার (৩ মার্চ) ভোরে উপজেলার ভরাট বিলপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ একটি কালো অ্যাপাচি মোটরসাইকেল ও পাখি ভ্যান জব্দ করেছে। 

আটককৃতরা হলো- তেরাইল ওলিনগরের সুলতান হকের ছেলে আবুল কালাম আযাদ (৩৬) ও একই গ্রামের মোতাহার বিশ্বাসের ছেলে মেছের আলী (৫০)।

বামুন্দি পুলিশ ক্যাম্পের এসআই শরিফ হাবিব জানান, ভরাট বিলপাড়া এলাকা দিয়ে পাখি ভ্যান যোগে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিত্বে এএসআই শরিফুল ইসলাম ও অফিসারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। এসময় তাদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে এএস আই শরিফুল ইসলামসহ সঙ্গিয় ফোর্সরা তাদের দুজনকে আটক করতে সক্ষম হয়। 

তিনি আরো বলেন, আবুল কালাম আযাদ জেলার একজন শীর্ষ মাদক কারবারি। তার নামে ১২ টি মামলা চলমান রয়েছে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশ সোচ্চার রয়েছে। সকল মাদক কারবারিদের গ্রেফতার পূর্বক আইনে সোপর্দ করা হবে। 

জাগরণ/আরকে