বিবিরহাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ১১:০১ এএম বিবিরহাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। 

রবিবার (৩ এপ্রিল) রমজান ও আসন্ন ঈদকে সমনে রেখে বিবিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর। 

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে নিত্যপ্রয়োজনীয় দোকান সমূহে দ্রব্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ দ্রব্য রাখাসহ অধিক মূল্যে বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৬টি মামলায় ১৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সহয়তা করেছেন ফটিকছড়ি  থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্য । 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর জানান, রমজান ও আসন্ন ঈদকে সমনে রেখে নিত্যপন্যের বাজার ঠিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

জাগরণ/আরকে