মাটিরাঙ্গা প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট।
মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আফরোজা হাবিব শাপলা এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
রবিবার (৩ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার গোমতীর বলীচন্দ্রপাড়ায় অবৈধভাবে পাহাড় কাটা হচ্ছে এমন বিস্বস্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো: সুজন মিয়া নামে এক ব্যাক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে পাহাড় কাটায় ব্যবহৃত ১ স্কেভেটর জব্দ করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা জানান, পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্টকারীদের বিরুদ্ধে এ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
জাগরণ/আরকে