ফের আগুন রোহিঙ্গা শিবিরে 

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২, ০১:০৩ পিএম ফের আগুন রোহিঙ্গা শিবিরে 

কক্সবাজারের উখিয়ার ১৭নং রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন লাগার ঘটনা ঘটছে। রোহিঙ্গা ক্যাম্পে বারবার আগুন লাগার ঘটনাকে অনেকেই রহস্যজনক মনে করছেন। আগুনে ব্রাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে গেছে। 

সোমবার (৪ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক নাইমুল হক জানান, দুপুর ১টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লেগে ক্যাম্পে অবস্থিত ব্র্যাকের একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এখনো আগুনের সূত্রপাত বা কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে, গত ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০টি ঘর পুড়ে যায়। 

অপরদিকে, গত ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।

তারও আগে, গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয় ১২ জন রোহিঙ্গার। আগুনে পুড়ে যায় ১০ হাজারের বেশি ঘর।

জাগরণ/আরকে