জীবননগরে ট্রাক্টর উল্টে হেলপারের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২২, ০১:১১ পিএম জীবননগরে ট্রাক্টর উল্টে হেলপারের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে ভৈরব নদী থেকে মাটি বহনের সময় বেপরোয়া গতির ট্রাক্টরটি উল্টে গেলে গাড়িতে থাকা হেলপারের মৃত্যু হয়।

সোমবার(৪ এপ্রিল) ভোরে জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের সীমান্ত ইটের ভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার হাসান আলী(১৭) উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলী আহমদ এর ছেলে।

স্থানীয়রা বলেছেন, রাতের আঁধারে জীবননগর ভৈরব নদী থেকে গ্রামীণ সড়কে বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে ঘুমন্ত মানুষদের অতিষ্ঠ করে তুলছে। বেপরোয়া গতিতে গাড়ী চালিয়ে যাওয়ার সময় আজ ভোরে সীমান্ত ইটের ভাটার নিকট একটি আম বাগানে গাড়িটি উল্টে যায়। এসময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়।

পরে ট্রাক্টরের নিচ থেকে হেলপার হাসান আলীর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় গাড়ির চালক পালাতক রয়েছে। মরদেহটি জীবননগর থানা পুলিশের হেফাজতে রাখা আছে। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

জাগরণ/আরকে