যশোরে ফেনসিডিলসহ পুলিশ সদস্য গ্রেপ্তার 

যশোর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ০৩:৩৩ পিএম যশোরে ফেনসিডিলসহ পুলিশ সদস্য গ্রেপ্তার 

যশোরের চৌগাছায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে এক পুলিশ সদস্যসহ ৪ জনকে ২০২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে। 

তাদেরকে বুধবার (৬ এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে চৌগাছা পৌরসভার ৩নং ওয়ার্ডের কংশারীপুর গ্রামে চৌগাছা-মাসিলা সড়কের লুৎফর রহমানের বাড়ির সামনের রাস্তায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারে বহনের সময় ৪ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মারুফদাহ গ্রামের শাহারেফ হোসেন (২৪), একই উপজেলার রায়পুর গ্রামের দীলিপ বিশ্বাস (৩৫), প্রাইভেটকার চালক চুয়াডাঙ্গা সদর উপজেলার শফিকুল ইসলাম (২৮)। এ সময় অন্য একজন পালিয়ে যান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহারেফ হোসেন পুলিশ সদস্য (কনস্টেবল)। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিল। তবে গ্রেপ্তারের সময় তিনি সাদা পোষাকে ছিল বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় মঙ্গলবার রাতে যশোর ডিবির উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান রাতে তাদের নামে চৌগাছা থানায় মাদক আইনে মামলা করেন।

অন্যদিকে, বুধবার ভোররাত রাত ৩টার দিকে উপজেলার হিজলী বিজিবি ক্যাম্পের অদুরে মেইন পিলারের পাশ থেকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ আলমগীর হোসেন (৪৫) নামে একব্যক্তিকে গ্রেপ্তার করে হিজলী বিজিবি ক্যাম্পের সদস্যরা। আলমগীর উপজেলা ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা। এ সময় তার অন্য তিন সহযোগী পালিয়ে যায়।

এ ঘটনায় বুধবার চৌগাছা থানায় মাদক আইনে মামলা করেন হিজলী বিজিবি ক্যাম্পের হাবিলদার কেএম শাহিবুর রহমান।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানিয়েছেন, তাদেরকে পৃথক মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জাগরণ/আরকে