দোয়ারাবাজারে ভারতীয় গরুর চালান জব্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২, ০৯:৫৩ এএম দোয়ারাবাজারে ভারতীয় গরুর চালান জব্ধ

দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় গরুর চালান জব্ধ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। তবে চোরাই পথে আনা ভারতীয় গরুর চালানের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির পৃথক অভিযানে বুধবার (৬ এপ্রিল) রাতে ৯ টার দিকে বাঁশতলা বিওপির টহল দল সীমান্ত পিলার এর নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাঁও নামক স্থান হতে ১৪টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৮,৯০,০০০ টাকা।

অন্যদিকে পেকপাড়া বিওপির টহল দল সীমান্তের নিকট শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের মোকামছড়া নামক স্থান হতে ২টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৪০,০০০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মো: মাহবুবুর রহমান জানান, জব্ধকৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জাগরণ/আরকে